প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:০৬:৫৪ প্রিন্ট সংস্করণ
আসন্ন রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে যানজটমুক্ত জনজীবন ও ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের সাথে মতবিনিময় করেছে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ আখতারুজ্জামান সন্টার মালিকও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম ট্রাফিক পুলিশের পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিষ্কৃতি চাকমার সাথে সাক্ষাৎ করার প্রাক্কালে উপস্থিত ছিলেন আখতারুজ্জামান সন্টার মালিকও ব্যবসায়ী সমিতির আহবায়ক মোঃ ইকবাল হোসেন, সমিতির সদস্য মাহবুব কামাল মিঠু, মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ সরোয়ার কামাল, মোহাম্মদ শরিফ উদ্দিন প্রমুখ।
এসময় আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ক্রেতা-সাধারনের যাতায়াতের সুবিধার্থে ট্রাফিক বিভাগ যানজট নিরসনে শতভাগ কাজ করবেন বলে ব্যবসায়ী নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। এসময় পুলিশের ওই কর্মকর্তা সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে পুলিশের সংশ্লিষ্ট দফতর কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।