প্রতিনিধি ১৪ জুলাই ২০২২ , ৭:০৬:১৬ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্কঃ
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার সকালে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের শূন্য রেখায় ত্রিপুরার হর্টিকালচারের সহকারি পরিচালক ড. দীপক বৈদ্য চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের এটাচি মনিশ সিং’র নিকট আনারসগুলো হস্তান্তর করেন। ১০০টি কার্টনে ৬০০টি (৭৫০ কেজি) আনারস পাঠানো হয়।
ত্রিপুরার হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দীপক বৈদ্য বলেন, স্বাদ ও গন্ধের জন্য ত্রিপুরার আনারস বিশ্বব্যপী বিখ্যাত। আমরা দুটি জাতের আনারস করি। একটি কিউ, একটি কুইন। দুটি সুস্বাদু। এই উপহার দুই দেশের মধ্যে সম্প্রীতির বহিঃপ্রকাশ। সুস্বাদু ফলগুলো ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠিয়েছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবারও আমাদের আনারসের স্বাদ নিয়েছেন । এবারও আমরা উনাকে আনারস উপহার দিয়ে গর্বিত বোধ করছি।
আনারস হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের আগরতলার কাষ্টম্স সুপার প্রাণেশ ধর আগরতলা বন্দর ব্যবস্থাপক দেবাশিষ নন্দী, আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ আবু বকর প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য ৮০০ কেজি আম্রপালি আম উপহার পাঠিয়েছিলেন।