রাজশাহী

নওগাঁয় আব্দুল জলিল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন

  প্রতিনিধি ৮ মার্চ ২০২১ , ৭:৪৯:১৮ প্রিন্ট সংস্করণ

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার বাচাড়ীগ্রাম থেকে নলগাঁড়া বিলের মধ্যদিয়ে বাইপাস সড়ক পর্যন্ত বর্ষিয়ান নেতা মরহুম আব্দুল জলিলের নামকরণে নতুন একটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার স্থানীয় সংসদ সদস্য ও আব্দুল জলিলের ছেলে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন নতুন সড়কের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন। এ উপলক্ষে বিকেলে বাচাড়ীগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ। সেই ধারাবাহিকতায় নওগাঁয় সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। মানুষের সকল সমস্যা সমাধানে বাবার মত নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ও আব্দুল জলিল সড়কের প্রকল্প সভাপতি আব্দুল লতিফ বকুল।

উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহ সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল প্রমুখ।

Powered by