বাংলাদেশ

প্রধানমন্ত্রীর কাছে অভিযোগের পর রক্ত পাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ৩:২১:৪৯ প্রিন্ট সংস্করণ

একজন করোনায় আক্রান্ত রোগীর রক্তের জন্য টানা আটদিন সকাল-বিকেল স্বাস্থ্য অধিদফতরের কাছে গেছে গণস্বাস্থ্য কেন্দ্র। স্বল্প মূল্যে ও দ্রুত সময়ে করোনা রোগী শনাক্ত করতে গবেষণার জন্য প্রয়োজন এই রক্ত। স্বাস্থ্য অধিদফতরের কাছে সাড়া না পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পরে বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে স্বাস্থ্য অধিদফতর থেকে করোনা রোগীর রক্ত নেয়ার অনুমোদনের চিঠি পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

বুধবার বেলা ১১টার পর বিষয়টি নিশ্চিত করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজ ৮ দিন ধরে রোজ সকাল-বিকেল কইরা যাইতেছি, রক্ত দেয়নি। পরে প্রধানমন্ত্রীর দফতরে অভিযোগ করেছি। একটা গবেষণা করতে হলে তো রোগীর পায়খানা, প্রস্রাব, রক্ত লাগে। এই প্রথম এত বড় গবেষণা বাংলাদেশে হচ্ছে। করোনা আক্রান্ত রোগীর রক্ত দেবেন না, এটা তো হয় না। অনুমোদন চাচ্ছে। ১০ মিনিট আগে অনুমোদনের চিঠি পাইছি। এখনও রক্ত পাইনি। অনুমোদনপত্র নিয়ে যাব, রক্ত এনে গবেষণা সম্পন্ন করে ২৫ এপ্রিল তাদের স্যাম্পল দিয়ে দেব।’

এদিকে পর্যাপ্ত কাঁচামাল না থাকায় প্রাথমিকভাবে সরকারকে ১০০ করোনা পরীক্ষার কীট দেয়া হবে বলেও জানান ডা. জাফরুল্লাহ।

আরও খবর

Sponsered content

Powered by