ঢাকা

গোপালগঞ্জে কঠোর নজরদারির মধ্য দিয়ে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ৭:১৭:৩৪ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ২ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন এস.এম.কামাল (সেলিম)। ছবিঃ ভোরের দর্পণ।

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে প্রশাসনের কঠোর নজরদারির মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। এর আগে গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. মুন্সী মো.আতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএম ভোটিং মেশিনের মাধ্যমে জেলার ৫ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিস কর্তৃক প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনে (মহিলা সদস্য পদে) ১ নং ওয়ার্ডে সারমিন্নাহার অধরা, ২ নং ওয়ার্ডে শ্রাবণী খানম নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে ১ নং ওয়ার্ডে (মুকসুদপুর উপজেলা) উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. রবিউল আলম সিকদার, ২ নং ওয়ার্ডে (কাশিয়ানী উপজেলা) এস. এম. কামাল সেলিম, ৩ নং ওয়ার্ডে (গোপালগঞ্জ সদর উপজেলা) আরমান হাফিজ, ৪ নং ওয়ার্ডে (কোটালীপাড়া উপজেলা) মো. কামরুল ইসলাম বাদল এবং ৫ নং ওয়ার্ডে (টুঙ্গিপাড়া উপজেলা) বি. এম. তৌফিক হোসেন নির্বাচিত হয়েছেন।

এদিকে জেলা পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা গোপালগঞ্জ শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ ভোটার ও জেলাবাসী।

আরও খবর

Sponsered content

Powered by