চট্টগ্রাম

জনবিচ্ছিন্ন সরকারের পুরোটাই ফাঁপড় : আব্দুল্লাহ আল নোমান

  প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৩ , ৬:১৫:১৬ প্রিন্ট সংস্করণ

জনবিচ্ছিন্ন সরকারের পুরোটাই ফাঁপড় : আব্দুল্লাহ আল নোমান

জনবিচ্ছিন্ন হয়ে সরকার তথা আওয়ামী লীগ পুরো ফাঁপড়ের ওপর আছে। জনগণের মনোভাব বুঝতে পারছেই বলে নিজের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে নানা সময়ে নানা রকম উদ্ভট কথা বার্তা বলে মাঠ গরম করতে চায়। কিন্তু জনগণ তাদের এসব হুমকি-হুঁশিয়ারীকে পরোয়া করে না। বিএনপি’র নেতৃত্বে চলমান গণতন্ত্র পুনুরুদ্ধার আন্দোলন দিন দিন বেগবান হচ্ছে। ফলে দিশেহারা আওয়ামী লীগের কথা কানে নেয়ার সময় নাই। ২৮ অক্টোবর প্রমাণিত হবে, কাদের শক্তি কতটুকু। পুলিশ ছাড়া একমিনিটও তাদের রাজপথে দাড়ানোর হিম্মত নেই বলে দাবি করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

বুধবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রামের কাজীর দেউড়ীতে চট্টগ্রাম-১০ আসনের আওতাধীন বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর যৌথ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘যারা আদর্শিকভাবে সমৃদ্ধ নয়, তারাই হুমকি ধমকি দিয়ে জনগণকে দমিয়ে রাখতে চায়। অস্ত্র আর পেশী শক্তির ওপর নির্ভরশীল বলেই এমন অসংলগ্ন কথা তারা বলছেন। আন্দোলন দেখে বিচলিত নেতাকর্মীদের মনে সাহস সঞ্চারেও এমন উল্টা-পাল্টা বক্তব্য রাখছেন। প্রকৃতপক্ষে নিজেদের দুর্দিন তারা দেখছেন। মানে মানে কেটে না পড়লে জনগণ তাদেরকে ঝেটিয়ে বিদায় করবে ক্ষমতা থেকে। তারপর অতীত সকল অপকর্মের হিস্যা বুঝে নেবে। জনগণকে মোকাবেলার সাহস নেই, তাই প্রশাসনকে ব্যবহার করে হামলা মামলা দিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কিন্তু বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন নিশ্চিত করবে ইনশাল্লাহ।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার, এস কে খোকা তোতন, হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডিপ্তি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পাহাড়তলী থানা বিএনপির সভাপতি হাজী বাবুল হক, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জিয়া, পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, সাধারণ সম্পাদক মনির আহমদ চৌধুরী।

আরও খবর

Sponsered content

Powered by