চট্টগ্রাম

বান্দরবানে বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২২ , ৫:০৩:৫৯ প্রিন্ট সংস্করণ

খেলোয়াড়দের সাথে প্রধান অতিথি মিসেস মেহ্লা প্রু মারমা ও বিশেষ অতিথিবৃন্দ

বান্দরবান জেলা প্রতিনিধি: “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” এই প্রতিপাদ্য কে সামনে রেখে মনমুগ্ধকর পরিবেশে বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এবারের টুর্নামেন্টে ৭টি ডিপার্টমেন্টের মোট ১৩টি টিম অংশগ্রহণ করে।

পড়ালেখার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।খেলাধুলা শারীর সুস্থতা ও মানুষিক বিকাশের মাধ্যম।তাই সকলের উচিত পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক এবং ক্রীড়া চর্চার অভ্যাস গড়ে তোলা।

২৬ শে সেপ্টেম্বর সোমবার সকালে বান্দরবান সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে, বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সহধর্মিণী মিসেস মেহ্লাপ্রু মার্মা। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুল আবছার চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মকছুদুল আমিন, য়ইমা প্রু, ভাইস চেয়ারম্যান সদর উপজেলা, জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ, রিপন কুমার দে, ৪, ৫, ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মিসেস এমেচিং মারমা, সিমা দাশ।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের ১২ টি বিভাগের সহকারী অধ্যাপক বিপম চাকমা, সহযোগী অধ্যাপক মোহাম্মদ খালেদ আব্দুল্লাহ,সহকারী অধ্যাপক মোহাম্মদ তারেক, এস এম ফিরোজ আহমেদ, মোঃ আবুল কাশেম, প্রফেসর সঞ্জীব কুমার চৌধুরী, মোঃ নজরুল ইসলাম,সন্তোষ কুমার দে,মোরশেদ আলী মোঃ শাহাবুদ্দিন, হাবিবুল হক চৌধুরী। টুর্নামেন্টে কলেজের ৭ টি ডিপার্টমেন্টর মোট ১৩ টি টিম অংশগ্রহণে করে।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বঙ্গবন্ধু ছাত্রাবাস ও অনার্স চতুর্থ বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ।নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ না হওয়ায় ট্রাইবেকারে বঙ্গবন্ধু ছাত্রাবাস অনার্স চতুর্থ বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগকে ৩-২ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে।

আরও খবর

Sponsered content

Powered by