প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৪ , ৮:০৯:৪৩ প্রিন্ট সংস্করণ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এই দলের নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে সমসাময়িক বিষয়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ফখরুল সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।
ফখরুল জানান, চলমান সংকট নিরসনে এই মুহূর্তে জাতীয় ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন বলে তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। এছাড়া চলমান অস্থিরতা সম্পর্কে বিএনপির উদ্বেগের কথা জানিয়ে শক্ত হাতে তা দমনের আহ্বান জানিয়েছে দলটি।
মির্জা ফখরুল জানান, বৈঠকে তারা নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান জানিয়েছেন। বোরো মৌসুমে যেন সারের কোনো সংকট তৈরি না হয় সে ব্যাপারে কথা বলেছেন। আন্দোলনের নামে কেউ যেন রাস্তা আটকে জনদুর্ভোগ সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।
বিএনপি মহাসচিব জানান, দ্রুত সংস্কারকাজ শেষ করে একটি নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করতে তারা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন।
গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে চলমান অস্থিরতা প্রসঙ্গে দলের পক্ষ থেকে উদ্বেগের কথা জানিয়ে তা কঠোর হাতে দমনের কথা বলেছেন বিএনপি নেতারা।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে আরও ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহম্মেদ।