বরিশাল

মঠবাড়িয়ায় বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২০ , ৮:০৮:৩০ প্রিন্ট সংস্করণ

মঠবাড়িয়ায় বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

মঠবাড়িয়া (পরোজপুর)প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বেলা ১১ টার সময় মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছে। সাংবাদিক ইসরাত জাহান মমতাজের স ালনায় নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিকে সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব রিয়াজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপিকা ও উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ পারভীন, মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব হারুন অর রশিদ, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী, সমবায় অফিসার এমাদুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঁইয়া। সমাপনী বক্তব্যে ঊর্মি ভৌমিক বলেন, স্বাধীনতার মহানায়ক মুজিব থেকে বঙ্গবন্ধু উপাধি অর্জনের পিছনে বঙ্গমাতার ঐকান্তিক অবদান ছিল বিধায় আজ তিনি জাতির পিতা খেতাবসহ বিশ্বনেতার সারিতে পৌছতে সক্ষম হয়েছেন। তিনি স্বাধীন বাংলা ফাষ্টলেডি হয়েও ছিলেন নিরহঙ্কার, সাদামাটা জৌলুসমুক্ত জীবনযাপনে তিনি স্বাচ্ছন্দবোধ করতেন। আজ সমাজের প্রতিটি নারী যদি এ মহীয়সী নারীর মত নিজেরা আতœত্যাগী হয়ে আগামীর পথকে প্রশস্ত করেন, তাহলে এ দেশ আরও দুর্গম কন্টকাকীর্ণ পথ পারি দিতে সক্ষম হবে। সর্বশেষে মহিলা অধিদপ্তরের পক্ষ হতে দুস্থ অসহায় ছিন্নমূল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং বঙ্গমাতা ও বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by