প্রতিনিধি ১ অক্টোবর ২০২৩ , ৫:৪৭:১৮ প্রিন্ট সংস্করণ
বিশ্ব প্রবীন দিবসে কাপড় এবং খাবার পেলেন চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়াস্হ আমেনা বশর বয়স্ক পূর্ণবাসন কেন্দ্র (বৃদ্ধাশ্রম)’র প্রবীনেরা।
আজ (১ অক্টোবর) সকালে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর উদ্যোগে বিশ্ব প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে ঐ বৃদ্ধাশ্রমের ৩৪ জন বৃদ্ধাকে সাথে নিয়ে কেক কাটেন রোটারি ক্লাব। ক্লাব সভাপতি মোঃ জামাল উদ্দিন সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি জেলা গভর্নর ইন্জিনিয়ার মোঃ মতিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন উক্ত প্রতিষ্ঠানের কর্ণধার শামসুল আলম, সাবেক জেলা সচিব সিপি মোহাম্মদ শাহজাহান, এডিশনাল এরিয়া ডাইরেক্টর এমদাদুল আজিজ চৌধুরী, এসিস্ট্যান্ট গভর্নর ইন্জিনিয়ার আমজাদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালাউদ্দিন, ক্লাব সেক্রেটারি মোহাম্মদ বেলাল, ক্লাব সদস্য আবদুল মতিন এবং রোটারি ক্লাব অব চিটাগাং খুলশীর ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ মিলন।
প্রধান অতিথির বক্তব্যে রোটারি গভর্ণর বলেন, আমাদের প্রবীণরা আমাদের সম্পদ, শ্রদ্ধার পাত্র। তাঁদের দেখানো পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। তাদের অবহেলা করার কোন সুযোগ নেই। সুন্দর সমাজ বিনির্মানে প্রবীণদের অবদান অপরিসীম।
সভাপতির বক্তব্যে জামাল সিকদার বলেন, সন্তানকে মানুষ করতে বৃদ্ধাশ্রমের বৃদ্ধরা জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য বির্সজন দিয়েছেন অবলীলায়। শেষ বয়সে কোন মা-বাবা যেন বৃদ্ধাশ্রমে থাকতে না হয়।