প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৪ , ৮:০৭:১৩ প্রিন্ট সংস্করণ
ফটিকছড়ির দাঁতমারায় পানিতে ডুবে সাজ্জাদ(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ভূজপুর আধাঁরিয়া গ্রামে এই ঘটনায় ঘটে।
নিহত সাজ্জাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের প্রবাসী আব্দুল মান্নানের ছেলে। স্থানীয় নুরানি মাদ্রাসার ১ম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাজ্জাদকে দুপুর থেকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরিবার নানা স্থানে খোঁজাখুঁজি করে।
বিকেলে বাড়ি থেকে কিছু দুরে পুকুরের পানিতে একটি শিশু ভাসতে দেখে স্হানীয়রা মান্নানের পরিবারকে খবর দিলে তারা শিশুটিকে উদ্ধার করে পাশ্ববর্তী রামগড় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।