চট্টগ্রাম

বান্দরবানে ফায়ার সপ্তাহের উদ্বোধন

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২২ , ৬:৫৩:৫০ প্রিন্ট সংস্করণ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি:

“দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে ফায়ার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিথ হয়েছে।
১৫ই নভেম্বর সকালে জেলা ফায়ারসার্ভিস কার্যালয়ের সম্মুখে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম,মোঃ ফরিদ আহমেদ,সহকারী পরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বান্দরবান পার্বত্য জেলা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শহীদুল ইসলাম,ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নাজমুল ইসলাম,বিভিন্ন সরকারি,বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী বলেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর প্রতিটি সদস্য অগ্নিকান্ডের দুর্ঘটনা মোকাবেলায় জূবনের ঝুঁকি নিয়ে কাজ করে, দুর্যোগ কালীন সময়ে নিজের জীবন বাজি রেখে অনেক অপারেশন পরিচালনা করে থাকে এ জন্য তারা প্রশংসার দাবিদার।তিনি অগ্নিকান্ড মোকাবেলায় দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি এড়ানো এবং দুর্যোগকালীন সময়ে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে করনিয় সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার জন্য ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর প্রতি আহ্বান জানান।উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উদ্ধার কাজে ব্যাবহৃত বিভিন্ন সরঞ্জাম পরিদর্শন ও অগ্নিকাণ্ডের একটি মহোরা পরিদর্শন করেন।

আরও খবর

Sponsered content

Powered by