চট্টগ্রাম

ফটিকছড়িতে আজ থেকে সাত দিনের কঠোর লকডাউন 

  প্রতিনিধি ২২ জুন ২০২১ , ৯:০৮:৫৮ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি (চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আজ ২৩ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় ফটিকছড়ির সঙ্গে অন্যান্য উপজেলার যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়।
আজ মঙ্গলবার (২২ জুন) বিকেল ৪টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত করোনা মনিটরিং কমিটির সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরীতে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তবে ওষুধের দোকান এ নিদের্শনার বাইরে থাকবে।
জেলা প্রশাসনের সভায় আরও বলা হয়, চট্টগ্রামে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় সংক্রমণের হার বেশি। শুধু ফটিকছড়িতে গত ১৪ দিনে সংক্রমণের হার ৩৪ শতাংশ। তারই আলোকে ফটিকছড়িতে কঠোর লকডাউন ঘোষণা দিতে এক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়, জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং উপজেলা প্রশাসনের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। অবশেষে তাঁর লাগাতার যোগাযোগের প্রেক্ষিতে এবং পরিস্থিতি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক এক সপ্তাহ’র জন্য ফটিকছড়িতে কঠোর লকডাউন ঘোষণা করলেন।

আরও খবর

Sponsered content

Powered by