দেশজুড়ে

ফরিদপুরে প্রতিবেশীর হামলায় বৃদ্ধা নিহত

  প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৩ , ৫:৪৩:২৩ প্রিন্ট সংস্করণ

ফরিদপুরে প্রতিবেশীর হামলায় বৃদ্ধা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় আনোয়ারা বেগম শানু (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আনোয়ারা বেগম কুমারখালী গ্রামের প্রয়াত মোস্তফা হাওলাদারের স্ত্রী। আহত আনোয়ারকে পরিবারের সদস্য উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, আনোয়ারা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী পরিবারের সদস্যদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ চলছিল। রোববার বিকেলে তার সঙ্গে আতিয়ার শেখের পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে আতিয়ার শেখ এসে আনোয়ারা বেগমের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন আনোয়ারা বেগম। আনোয়ারা বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. জিয়ারুল ইসলাম আরও জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।