রংপুর

ফুলবাড়ী অবৈধ্য স্থাপনা উচ্ছেদে ৭২ ঘন্টা সময় দিলেন পৌর প্রশাসক

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৪ , ৫:১৪:৩০ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ী অবৈধ্য স্থাপনা উচ্ছেদে ৭২ ঘন্টা সময় দিলেন পৌর প্রশাসক

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা এলাকায় অবৈধ্য দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে আগামী ৮ই সেপ্টেম্বর রোজ রবিবার এর পূর্বে মৌখিক ভাবে ব্যবসায়ীদের শর্তক করে দিয়ে সময় বেঁধে দিলেন সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

(৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুর ২টায় ভুমি অফিস সংলগ্ন ব্যবসায়ীসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে মৌখিকভাবে শর্তক করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী, উপজেলার ভুমি অফিসের সার্ভেয়ার বেলাল হোসেন, নাজির কাম ক্যাশিয়ার আতিউর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার শামীম ইসলাম প্রমূখ। প্রাথমিক শর্তকতায় সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী সকল অবৈধ্য ব্যবসায়ীগনকে আগামী শনিবারের মধ্যে দখলকৃত স্থান থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। অন্যথায় রবিবার সকাল থেকে এইসব স্থাপনা উচ্ছেদ করা হবে।

বিষয়টি জানার পর স্থানীয় ফুটপাতের ব্যবসায়ীরা বলেন, আমরা গরিব মানুষ আমাদের বিষয়টি ভেবে চিন্তে সরকার যেন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সেটা আমরা চাই।

আরও খবর

Sponsered content