সিলেট

সিলেটে করোনায় মৃত্যু ১’শ ছাড়িয়েছে

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২০ , ৭:০৮:৩৯ প্রিন্ট সংস্করণ

সিলেট ব্যুরো: সিলেট বিভাগে মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ৯৮জন। আর বিভাগে করোনা আক্রান্ত হয়ে চারজন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা হলো ১০১ জন। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে শনাক্ত ৪২ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ২৮ জন ও সুনামগঞ্জে ৮ জন। হবিগঞ্জে ৬ জন শনাক্তের রিপোর্ট পাওয়া যায়। সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ৪০ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। মৌলভীবাজারে করোনামুক্ত হয়েছেন ৩৩ জন। সিলেটে সুস্থ হয়েছেন ৮ জন। হবিগঞ্জে করোনাকে জয় করেছেন ১৭ জন। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৭৯৬ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৩ হাজার ৭০ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ১৭০ জন, হবিগঞ্জে ৮৯৯ জন ও মৌলভীবাজারে ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের চার জেলায় ২৩৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ২ হাজার ২৩৬ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১০১ জন।

আরও খবর

Sponsered content

Powered by