রংপুর

ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন

  প্রতিনিধি ১৩ মার্চ ২০২৫ , ৫:০৪:২২ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির আহবয়ক কমিটি গঠন

দিনাজপুরের ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের মতামতের ভিত্তিতে সাবেক মেয়র মুরতুজা সরকার মানিক, সাবেক জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান কামরু ও বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক চিনাকে উপদেষ্ঠা করে এবং এম এ আব্দুল কায়ুম আহ্বায়ক ও মানিক মন্ডলকে সদস্য সচিব করে ৩২ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) রাত ৯টায় ননিগোপাল মোড়ে অবস্থিত ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হিসাবে অংশগ্রহণকারী প্রার্থী আজিজুল হক চিনার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিতি সকলের মতামতের ভিত্তিতে বিশিষ্ট ব্যবসায়ী ও পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক এম এ আব্দুল কাইয়ুমকে আহ্বায়ক ও মানিক মন্ডলকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্য আহবায় কমিটি ঘোষণা দেওয়া হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন য্গ্মু আহবায়ক ব্যবসায়ী ও ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাংবাদিক হারুন-উর-রশীদ, য্গ্মু আহ্বায়ক ব্যবসায়ী আজমত আলী, য্গ্মু আহ্বায়ক ব্যবসায়ী মামুনুর রশিদ, যুগ্ম সদস্য সচিব তাজমিলুর রহমান নয়ন, যুগ্ম সদস্য সচিব মাসুদ রানা, হুমায়ুন কবির সরকার, যুগ্ম সদস্য সচিব আবু হানিফ শাহীন, যুগ্ম সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আব্দুল মতিন, যুগ্ম সদস্য সচিব শাহাজান আলী, যুগ্ম সদস্য সচিব মোজাফ্ফর হোসেন, যুগ্ম সদস্য সচিবসা সাখাওয়াত হোসেন, যুগ্ম সদস্য সচিব আরমান হোসেন রোমান।

অর্থ সম্পাদক দবিরুল ইসলাম চৌধুরী, যুগ্ম অর্থ সম্পাদক মাসুদ রানা। সদস্য বদরুজ্জামান বাদল, মমিনুল ইসলাম, সোহেল রানা, সৌরভ পালিত,অলী আহমেদ,সুমন হাওলাদার, সাজ্জাদ হোসেন সরকার পলাশ,মিন্টু চন্দ্র পাল, শাহিনুর রশিদ বাবু, হাসু ও মহসিন। ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির আহবায়ক আব্দুল কাইয়ুম পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা দেন।

উল্লেখ্য গত ২০ জুলাই ২০২৪ থানা ব্যবসায়ী সমিতির ভোট গ্রহনের দিনে ধার্য ছিলো কিন্তু সেই সময় কোঠা বিরোধি আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে কারফিউ জারি হলে ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির নির্বাচন বন্ধ হয়ে যায়। এর পর থেকে সমিতির নির্বাচন আর করা সম্ভব না হওয়ায়। সেই সময় যারা নির্বাচনে প্রার্থী ছিলেন তাদের সকলকে নিয়ে একটি আহবায় কমিটি গঠন করা হয়। দেশের পরিবেশ, পরিস্থিতি অনুকুলে আসলে নতুন ও পুরাতুন সদস্যদের নিয়ে এই কমিটি নির্বাচনের ব্যবস্থা করবে।

আরও খবর

Sponsered content