দেশজুড়ে

ফুলবাড়িয়ায় ব্যক্তিগত ৮০ টন ত্রাণ বিতরণ

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২০ , ৮:২৯:২৪ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ  চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার এর ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার ৫ হাজার পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৮০টন ত্রান গরীব ও হতদরিদ্রদের মাঝে বিতরণ শুরু করেছেন। বৃহস্পতিবার (৯এপ্রিল) উপজেলার বাক্তায় আলহাজ¦ মোবারক খান মহাবিদ্যালয় মাঠ থেকে এানসামগ্রী বিতরন শুরু করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার জানান, ৫০ টন চাল ২০ টন আলু, ৫ টন ডাল, ৫ টন তেল হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি সরকারের নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানান। এ সময় উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, আ’লীগ নেতা মনিরুজ্জামান মুক্তা, জাহাঙ্গীর আলম আকন্দ, ইউনিয়ন আ’লীগের সভাপতি মনজুরুল হক, সাধারন সম্পাদক নাজমুল হক সোহেল, ছাত্রলীগ নেতা আজিজুল হক শামীম, আ’লীগ হারুনুর রশীদ, সাইফুল ইসলাম খান, ইউপি সদস্য মিজানুর রহমান, সুরুজ বাঙালি প্রমুখ। শুক্রবার সকালে আছিম আইডিয়াল হাই স্কুল মাঠে ৩০০ গরিব মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন আব্দুল মালেক সরকার। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা আ’লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোশরাফ হোসেন, আ’লীগ নেতা ডা: কামরুজ্জামান, আ: রশিদ, মোতালেব মেম্বার, রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা।

আরও খবর

Sponsered content

Powered by