বরিশাল

আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা, প্রধান আসামী কারাগারে

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২০ , ৭:৩৮:৪৭ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় ৮ম শ্রেনীর এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদেফেলে আত্মহত্যার প্ররোচনায় মঙ্গলবার রাতে প্রেমিক জিহাদ সরদারসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে স্কুলছাত্রীর মাতা। মামলার প্রধান আসামী জিহাদ সরদারকে পুলিশ মঙ্গলবার রাতে গ্রেফতার করে বুধবার সকালে বরিশাল আদালতে গ্রেরণ করা হয়েছে। স্থানীয় ও মামলার তদন্তকারি অফিসার এসআই শাহজাহান জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের জহির শাহ’র মেয়ে বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী মহিমা আক্তার(১৪)। তার সাথে পার্শ্ববর্তি বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের আক্কেল সরদারের ছেলে জিহাদ সরদার (২০) ওই স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। ওই ছাত্রী মহিমা জিহাদ সরদারের প্রেমের প্রস্তাব প্রতাক্ষাণ করে। এর পর থেকে জিহাদ ও তার বন্ধুরামিলে স্কুলছাত্রীকে বিভিন্ন ধরণের অশ্লীল কথা ও হুমকি দিয়ে আসছিলো। জিহাদ ও তার বন্ধুদের কথা সহ্য কারতে না পেরে ৭ জুলাই স্কুলছাত্রী মহিমা আক্তার আত্মহত্যা করেন। এঘটনায় স্কুলছাত্রী মহিমা আক্তারের মাতা সাবিনা বেগম বাদী হয়ে গত মঙ্গলবার (১১-৮-২০২০) রাতে জিহাদ সরদারকে প্রধান আসামী করে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৮। এব্যাপারে মামলার বাদী সাবিনা বেগম সাংবাদিকদের বলে, জিহাদ সরদারের কারনে আমার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তাই জিহাদ সরদারের বিচারের জন্য আমি মামলা দায়ের করেছি। আমার মেয়ের মতো আর কোন মেয়ের জীবন দিতে না হয়। এব্যপারে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ছাত্রীর মাতা বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা দায়ের করে। মামরার প্রধান আসামী জিহাদ সরদারকে গ্রেফতার করে আসামীকে বুধবার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by