দেশজুড়ে

ফুলবাড়িয়া বরুকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বহিস্কার

  প্রতিনিধি ২০ মে ২০২০ , ৩:৩১:৫৪ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া বরুকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আতাউর কে সাময়িক বহিস্কার করেছে ম্যানেজিং কমিটি। গতকাল মঙ্গলবার ম্যানেজিং কমিটির এক সভায় তাঁর বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জানানো হয় কাজী আতাউর বিগত দিনে অদক্ষতা, দায়িত্ব অবহেলা, মুজিববর্ষ নিয়ে ব্যঙ্গাত্বক মন্তব্য, অর্থ আত্নসাৎ, সরকারি উন্নয়নে অপ প্রচার, ম্যানেজিং কমিটির সাথে অসদ আচরন ও মিথ্যাচার সহ নানাবিধ অভিযোগ প্রমানিত হয়েছে।

ম্যানেজিং কমিটির সভাপতি তারিকুল ইসলাম জানান, প্রধান শিক্ষকের অদক্ষতার কারণেই এ বছর অত্র বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্ত হয়নি। অথচ আমাদের স্কোর সর্বোচ্চ ৯৮ ভাগ। বিদ্যালয়ের আনুসাঙ্গিক খরচের কোন বিল ভাউচার নেই। তাঁকে বার বার তাগিদ দেওয়ার পরও তিনি কর্ণপাত করছেন না। সভায় সিনিয়র শিক্ষক মো: সাইফুল ইসলাম বিএসসি কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হয়েছে।

কাজী আতাউর রহমানের মুঠো ফোনে তার বক্তব্য নেওয়ার জন্য বার বার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content

Powered by