প্রতিনিধি ৭ জুলাই ২০২০ , ৮:১৭:৫৯ প্রিন্ট সংস্করণ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন পরিষদ চত্বরে সকাল সাড়ে ১০টায় ৩৯৬ জন সমাজের পিছিয় পড়া প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ৯৪ জন ভাতা ভোগীর মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। কার্ড বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামানের স ালনায় শিবনগর ইউপি চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ার্যান মো. আতাহউর রহমান মিল্টন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। অন্যান্যের মধ্যে ইউপি সচিব মো. গোলাম কিবরিয়াসহ শিবনগর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।