ভোরের দর্পণ ডেস্কঃ
ফেনীর দাগনভূঞায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে একটি কেন্দ্রে হঠাৎ দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে এক আনসার সদস্য আহত হয়েছেন। এতে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যায়, ফেনীর দাগনভূঞা পৌর নির্বাচনে ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ জানায়, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হঠাৎ পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় ওই কেন্দ্রে দায়িত্বে থাকা আনসার সদস্য আরিফুল আহত হন।এ ঘটনার পরপরই দুই কাউন্সিলর প্রার্থীর লোকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে দুজন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সদস্য সাইফুল বলেন, ভবনের পেছন থেকে দুটি ককটেল ছোড়া হয়েছে। সঙ্গে সঙ্গেই আমরা চতুর্দিকে ছড়িয়ে পড়ি। তবে তাদের আটক করা সম্ভব হয়নি।