বরিশাল

মুজিব শতবর্ষ উপলক্ষে পটুয়াখালীতে বৃক্ষরোপণ

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২০ , ৮:০৬:৩০ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষির্কী উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং পরিচালনা ও রক্ষনাবেক্ষন বিভাগ এর আয়োজনে পটুয়াখালী জেলা অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্প জলবায়ু পরিবর্তনে রিরুপ প্রভাব মোকাবেলায় ব্যাপক বনায়ন কর্মসূচির আওতায় জেলার ৮টি উপজেলায় বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার বাদুরা কুকুয়াখাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালী এর নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান এর সভাপতিত্বে এবং উপ-সহকারী প্রকৌশলী সাকিল মাহমুদ এর স ালনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখেন বিভাগীয় বনকর্মকর্তা মোহাম্মাদ আমিনুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালী এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাহআলম ও মো. মিরাজ গাজী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষির্কী উপলক্ষে সারা দেশে ১০ লক্ষ ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপনে উদ্যোগ নিয়েছে। জেলা অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্প ১ম পর্যায়ে ১১টি খাল পুনঃখনন করা হয়েছে। এই সকল খাল পাড়ে বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উল্লেখ্য, পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষির্কী উপলক্ষে জেলা ৮টি উপজেলায় ১৩ লক্ষ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by