দেশজুড়ে

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

  প্রতিনিধি ২৯ জুলাই ২০২৪ , ৭:২১:৪৩ প্রিন্ট সংস্করণ

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের রামপুর লাতু মিয়া সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। এ সময় সড়কের চট্টগ্রামমুখী লেনে দুই কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। 

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে শহরের রামপুর লাতু মিয়া সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুই কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। পুলিশ আসলে শিক্ষার্থীরা সরে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

রিয়াদ হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিন শিক্ষার্থীদের ওপর যে নির্যাতন চলেছে তা অবর্ণনীয়। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা ও হামলা চালানো হয়েছে। যা অত্যন্ত নিন্দাজনক। 

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুশফিকুর রহমান বলেন, তারা (ছাত্ররা) কিছুক্ষণ মহাসড়কে অবস্থান নিয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা সড়ক থেকে সরে যান। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

আরও খবর

Sponsered content