দেশজুড়ে

নিয়ামতপুরে বিডিও এনজিওর নগদ টাকা ও খাদ্য বিতরণ

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২০ , ৬:৪৯:২২ প্রিন্ট সংস্করণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে সোমবার ১১টারদিকে উপজেলার চন্দননগর ইউনিয়নে বামইন স্কুল এ্যান্ড কলেজ মাঠে এনজিও বরেন্দ্র ডেভলোপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এর সহোযোগীতায় প্রতিষ্ঠানের ৫৫৫জন দল সদস্যদের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে ২৪০জনকে ৭০০টাকা ও আঁন্ধেরী-হিলফে, বন জার্মানী এর অর্থায়নে ৩১৫ জনের মাঝে ২ কেজি চাল,  ৫কেজি আলু, ২.৫ কেজি ডাল,  কেজি লবন ও  ২ কেজি তেল বিতরণ করেন। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে নগদ টাকা ও খাদ্য বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়াম্যান ফরিদ আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বরেন্দ্র ডেভলোপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এর নির্বাহী পরিচালক আকতার হোসেন, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার, জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম, বরেন্দ্র ডেভোলপন্টে ওর্গানাইজেশন (বিডিও) এর সাবেক সভাপতি ইব্রাহিম, প্রফেসর জগোবন্ধু প্রমুখ। 
 

Powered by