
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরের বকশীগঞ্জে এক দোয়া মাহফিল ও বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মাঠে এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় ছাত্রদলের তিনটি শাখা উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল। ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় ছাত্রদলের নেতা-কর্মীদের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা প্রদান করা হয়।
রাজনৈতিক গুরুত্ব ও উপস্থিতিঅনুষ্ঠানটিতে প্রধানত তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। এতে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। তারা ছাত্রদলের কর্মীদের আগামীর বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুর ইসলাম জাহিদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম ও সদস্য সচিব বায়েজিদ আল আমিন এবং কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান আখিব ও সাধারণ সম্পাদক লাদেন আকন্দ এই আয়োজনের সমন্বয় করেন।
মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নতির জন্য প্রার্থনা করা হয়। প্রশিক্ষণ অংশে ছাত্রদল কর্মীদের সুশৃঙ্খল রাজনীতির চর্চা ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।