ঢাকা

বঙ্গবন্ধুর সমাধিতে অফিসার্স ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা

  প্রতিনিধি ১৮ মে ২০২৪ , ৮:৩১:৫৪ প্রিন্ট সংস্করণ

বঙ্গবন্ধুর সমাধিতে অফিসার্স ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা

অফিসার্স ক্লাব, ঢাকা-এর নবনির্বাচিত চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক সাবেক সচিব মেজবা উদ্দিনের নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দদের সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

এর আগে মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন তার সহধর্মিণীকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার (১৮ মে) দুপুর ২ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (পিআরএল) মুস্তাকীম বিল্লাহ ফারুকী বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদিতে পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক সহ মন্ত্রীপরিষদ বিভাগ ও ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তাঁরা ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা সহ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এরপর চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সকলকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন। পরে চেয়ারম্যান ও সম্পাদক বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে সেখানে স্বাক্ষর করেন।

আরও খবর

Sponsered content