ঢাকা

বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপির শ্রদ্ধা

  কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ ৪ সেপ্টেম্বর ২০২৩ , ৪:৫৭:৩৪ প্রিন্ট সংস্করণ

বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন, বাংলাদেশ পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।  

পরে তিনি পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ ও শেষে ‘৭৫ – এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। 

এসময় স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এর প্রধান মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হোসেন টুটুল, সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এরপরে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। উল্লেখ্য, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সিনিয়র সচিব পদে পদোন্নতি পাওয়ায় তিনি বঙ্গবন্ধুর সম্মতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

আরও খবর

Sponsered content