প্রতিনিধি ১১ মার্চ ২০২৫ , ৬:৪৮:১৩ প্রিন্ট সংস্করণ
নাটোরের বড়াইগ্রামে এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার অবৈধভাবে মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ২৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার বনপাড়া বাজারে এমকে ট্রেডার্স-এ অভিযান চালিয়ে নিয়ম বহির্ভূত অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ, ঝুঁকিপূর্ণ রক্ষণাবেক্ষণ ও উপযোগী গোডাউন না থাকায় প্রতিষ্ঠানের মালিক পরেশ চন্দ্র সাহাকে এই অর্থদন্ডাদেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস এ অভিযানের নেতৃত্ব দেন এবং নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ এই অর্থদন্ডাদেশ প্রদান করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোরের সহকারী পরিচালক নাজমুল হাসান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।