রাজশাহী

ধামইরহাটে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২২ , ৭:৫৯:১৭ প্রিন্ট সংস্করণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২১-২২ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ধামইরহাট উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে ১০০ জন প্রাথমিক শিক্ষার্থীর প্রত্যেককে ২৪শত টাকা, ৫০ জন মাধ্যমিক শিক্ষার্থীদের প্রত্যেককে ৬ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৫ জন শিক্ষার্থীদের ৯ হাজার ৬শত করে মোট ৭ লাখ ৮০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।

এ সময় মাধ্যমিক স্তরের নারী ৩০ জন শিক্ষার্থীদের বাইসাইকেলও বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা আ.লীগের সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, সমাজসেবা অফিসার সোহেল রানা, সঞ্চালক একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা পারগানা সেবান্তিয়ান হেমরম, সম্পাদক খুরশিদ পাহান, উপদেস্টা নরেন হাসদা, জিল্লু মার্ডি, আদিবাসী সমিতির সভাপতি ইশ্বর মার্ডি, সম্পাদক বিশ্বনাথ টুডু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Sponsered content

Powered by