প্রতিনিধি ২ মার্চ ২০২৫ , ৬:৩৬:৫২ প্রিন্ট সংস্করণ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হাজীপাড়াস্থ ফয়জানে মদিনাতুল আউলিয়া মাদ্রাসায় পবিত্র মাহে রমদান উপলক্ষে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
বন্ধন লিও ক্লাবের সভাপতি লিও নুর মোহাম্মদের সভাপতিত্বে উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন হাজীপাড়া সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ছালে জহুর বাবুল, বন্ধন লায়ন্স ক্লাবের সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের, ফয়জানে মদিনাতুল আউলিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল আলিম মানিক, বন্ধন লিও ক্লাবের ইমতিয়াজ হামিম, ইমতিয়াজ উদ্দিন নিহাল, এমরান হোসেন রাফি, মোঃ সজিব, মোঃ আরিফ।
এসময় বন্ধন লিও ক্লাবের নেতৃবৃন্দ মাসজুড়ে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চালু রাখার আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে সবাইকে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের পাশাপাশি গরীব দুস্থ অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানান।