আন্তর্জাতিক

করোনা রুখতে শ্রীলঙ্কায় কারফিউ

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২০ , ১:২১:১৬ প্রিন্ট সংস্করণ

শ্রীলঙ্কার মোট জনসংখ্যা ২ কোটি ৬৭ লাখের বেশি। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাত্র ৬৪৯ জন। গেল কয়েক দিনে নতুন সংক্রমিতের সংখ্যাও হুট করে বেড়ে যাওয়ায় কারফিউ জারি করেছে দেশটির প্রশাসন। বৃহস্পতিবার ২৪ ঘণ্টার জন্য কারফিউ চলছে।

 গেল ২০ এপ্রিল থেকে লকডাউন শিথিল করে দেয়া হয়েছিল। এরপর এক শহর থেকে অন্য শহরে মানুষের যাতায়াতে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে যাওয়ায় এই কারফিউয়ের সিদ্ধান্তটি এলো লঙ্কান সরকারের পক্ষ থেকে। 
এবিসি নিউজ জানায়, রাজধানী কলম্বোকে করোনাভাইরাসের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই শহরটিতে মানুষজনের চলাচল একেবারে সীমাবদ্ধ করা হয়েছে।
সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য কড়া নজরদারি চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারী আদেশ অমান্য করায় গেল একমাসে অন্তত ৪১ হাজার মানুষকে আটক করা হয়েছে।
দ্বীপ রাষ্ট্রটিতে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই নাবিক। ধারণা করা হচ্ছে তাদের স্বজনদের মাধ্যমে দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে করোনা।

আরও খবর

Sponsered content

Powered by