প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:২২:৫০ প্রিন্ট সংস্করণ
অর্ধ যুগ পেরিয়ে সপ্তম বর্ষে পদার্পণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
সত্য প্রকাশে মোরা নির্ভীক প্রত্যয় সামনে রেখে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি পথচলা শুরু করেছিলো এই সংগঠন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সচেষ্ট থাকা এই সংগঠনের মূখ্য উদ্দেশ্য।
শুরু থেকে এই সংগঠন অত্যন্ত দক্ষতার সাথে কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে এগিয়ে এসেছে। নোবিপ্রবি শিক্ষার্থীদের দাবি আদায় এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে ভূমিকা রেখে আসছে নোবিপ্রবি প্রেসক্লাব। ক্লাস রুম সংকট, ল্যাব সংকট, শিক্ষক সংকট সহ বিশ্ববিদ্লয়ের অভ্যন্তরীণ যাবতীয় সমস্যা সংবাদপত্রের মাধ্যমে তুলে ধরে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এই ক্লাব।
জুলাই আগস্টের আন্দোলনের শুরু থেকে বিভিন্ন বাঁধা প্রতিবন্ধকতা অতিক্রম করে শিক্ষার্থীদের সাথে মাঠে আন্দোলনের সংবাদ প্রচারে অগ্রণী ভূমিকা রেখেছে প্রেসক্লাব।
সাংবাদিকতার ক্ষেত্রে নোবিপ্রবি প্রেসক্লাব সবসময় স্বচ্ছতার জায়গায় অটুট থেকে অতীতের ন্যায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রচার অব্যাহত রেখে শিক্ষার্থীদের দাবি আদায় ও বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষায় প্রত্যক্ষভাবে ভূমিকা রেখে এগিয়ে যাবে নোবিপ্রবি প্রেসক্লাব।