চট্টগ্রাম

বাঁশখালীতে পূজা কমিটির সাথে জামায়াতের মতবিনিময়

  প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৫৮:৪০ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে পূজা কমিটির সাথে জামায়াতের মতবিনিময়

আসন্ন শারদীয় দূর্গোৎসব নির্বিঘ্ন করতে বাঁশখালী পূজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী বাঁশখালী উপজেলা জামায়াতের নের্তৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শীলকূপ টাইমবাজার হাজ্বী সোলতান আহমদ কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যক্ষ মাও জহিরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ‘বাঁশখালী একটি সম্প্রীতির জনপদ। ইদ উৎসব, পূজা পার্বনে আমরা সবাই সমানতালে আনন্দ উপভোগ করি। দীর্ঘদিন ধরে একটি কুচক্রিমহল রাজনৈতিক পায়দা লুটে সনাতনী সম্প্রদায়ের পূজামন্ডপে হামলা করে নানা বিভ্রান্তির সৃষ্টি করে। তারা এখনও সক্রিয়। আমরা বাঁশখালী উপজেলা জামায়াত অতীতের মতো বর্তমানেও অতন্দ্রপ্রহরির মতো ভূমিকা রাখবো। নির্ভিঘ্নে পূজার্চনা চলবে মন্ডপে মন্ডপে। আমরা নিরাপত্তার জন্য সমন্বিত মনিটরিং সেল গঠন করবো। ঝুঁকিপুর্ণ পূজামন্ডপগুলো চিহ্নিত করে অতিরিক্ত কেয়ারিং করা হবে।’

উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ্ এর সঞ্চালনায় এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাঁশখালী পুজা উদযাপন কমিটির সভাপতি প্রণব কান্তি দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাও ইসমাঈল হোসেন, মাষ্টার আব্দুর রহিম ছানুবী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলার সভাপতি জুবায়ের আহমদ, বাঁশখালী পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মাও আবু তাহের, উপজেলা জামায়াতের অর্থসম্পাদক মাও মহিউদ্দিন, অফিস সম্পাদক মাও মুজিবুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট জি এম সাইফুল ইসলাম, পুকুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাও শহিদুল্লাহ, শীলকূপ ইউনিয়ন জামায়াত নেতা কাজী নুর মোহাম্মদ, বাঁশখালী পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি আশীষ কুমার, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক বাবুল কান্তি দেব, সাধারণ সম্পাদক জন্টু কুমার দাশ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের জেলা ছাত্র আন্দোলন সম্পাদক রিয়াজুুল হক, বাঁশখালী দক্ষিণের ছাত্রশিবির সভাপতি আমিনুল ইসলাম মুকুল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতনধর্মাবলম্বীর বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

আরও খবর

Sponsered content