দেশজুড়ে

তাড়াশে প্রতারক চক্রের মূল হোতা মিজানের বিরুদ্ধে মানববন্ধন

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২০ , ৪:১৩:৪৬ প্রিন্ট সংস্করণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশে প্রতারক চক্রের মুল হোতা মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে ভুক্তভুগীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তাড়াশ প্রেসক্লাব চত্তরে ভুক্তভোগী ও তাদের স্বজনেরা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতারণার শিকার মো. রেজাউল করিম, মো. নজরুল ইসলাম, মো. সাইদুর রহমান, শফিকুল ইসলাম, মাহমুদা পারভীন, রাজিয়া খাতুন প্রমুখ। বক্তারা বলেন, প্রতারক মিজান উপজেলার নওগাঁ গ্রামের বাসিন্দা এবং একটি বেসরকারি কলেজের সহকারী গ্রন্থাগারিক পদে চাকরি করলেও দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত।

সে তাদের নিকট থেকে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষক নিবন্ধনসহ বিভিন্ন চাকরীর প্রলোভন দেখিয়ে শত শত বেকার যুবকদের নিকট থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রামের নুর মোহাম্মাদের জমি জবরদখল করে নিয়েছে। প্রতারণার বিচার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

 

আরও খবর

Sponsered content

Powered by