দেশজুড়ে

‘বন্যার্তদের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরন হচ্ছে’

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৬:২২:০০ প্রিন্ট সংস্করণ

‘বন্যার্তদের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরন হচ্ছে’

সাভার (ঢাকা) প্রতিনিধি : দেশে নতুন করে যেসব জেলায় বন্যা হয়েছে সেখানে সকল বন্যার্তদের মাঝে নগদ অর্থ চাল ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান রোববার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরও বলেন, আজ থেকে বন্যার্ত ওই সব এলাকায় পানি কমতে শুরু করেছে আশা করা হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতি উন্নতি হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণি, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, ঢাকা জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলামসহ আরো অনেকে।

আরও খবর

Sponsered content

Powered by