প্রতিনিধি ১ মার্চ ২০২৫ , ৫:৫০:১৮ প্রিন্ট সংস্করণ
বাঁশখালীতে বাড়ীর সীমানা প্রাচীরের বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় মোহছেনা বেগম (৭০) ও তার ছেলে মুহাম্মদ ছৈয়দুল আলম প্রকাশ পেটান মেস্ত্রি (৩৮) কে কুপিয়ে গুরতর জখম করার অভিযোগ উঠে। এ ঘটনায় আহত দু’জনের অবস্থা আশংকাজনক হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের কে চমেক প্রেরণ করেন।
শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে চাম্বল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব-চাম্বল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মোহছেনা বেগম ও ছৈয়দুল আলম চাম্বল ইউনিয়নের একই এলাকার মৃত আব্দুল আজিজের স্ত্রী ও পুত্র।
আহত ছৈয়দুল আলমের স্ত্রী হুরাইন জান্নাত অভিযোগ করে বলেন, ‘সকালে আমার স্বামীসহ সবাই ভাত খেতে বসেছি। এ সময়ে প্রতিপক্ষ স্থানীয় মৃত এয়াকুব আলীর পুত্র নুর হোসেন, নুর হোসেনের পুত্র আলী হোসেন এবং জাকের হোসেন নেতৃত্বে আরও পাঁচ/ছয়জন লোক আমার স্বামীকে ডেকে নিয়ে বাড়ির উঠানে লোহার রড, লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় সন্ত্রাসীরা আমার বয়োঃবৃদ্ধা শ্বাশুড়িকেও কুপিয়ে গুরুতর জখম করে। পুরো শরীরে অসংখ্য দায়ের কোপ বসিয়েছে।’
বর্তমানে আমার শ্বামী ও শ্বাশুড়ীর অবস্থা আশংকাজনক। চমেক হাসপাতালে চিকিৎসা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডা. সাবরিনা ইসলাম জানান, চাম্বলে মারামারি ঘটনায় আহত মা ও ছেলের অবস্থা আশংকাজনক হলে তাদের কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘চাম্বলে হামলা ও মারামারির ঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে, সুনির্দ্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।’