চট্টগ্রাম

বাঁশখালীতে সাজা প্রাপ্ত সাবেক ইউপি সদস্য গ্রেফতার

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৩৫:৫১ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে সাজা প্রাপ্ত সাবেক ইউপি সদস্য গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহিম প্রকাশ রহিম মেম্বার (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ৩ ঘটিকার সময় গোপন সংবাদে অভিযান পরিচালনা করে শীলকূপের মনকিচর এলাকা হতে গ্রেফতার করা হয় ওই আসামীকে।

গ্রেফতার আসামী আব্দুর রহিম মেম্বার উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনকিচর গ্রামের মো. মোস্তফার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘গত রাতে গোপন সংবাদে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে সাজা প্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামী আব্দুর রহিম কে গ্রেফতার করে। রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে আসামী কে সোপর্দ করা হয়েছে।’

আরও খবর

Sponsered content