বাংলাদেশ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার বিকেলে

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২০ , ২:৩১:৪৭ প্রিন্ট সংস্করণ

 লোগো

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দলটির স্থায়ী কমিটির বৈঠক দীর্ঘদিন যাবত ভার্চ্যুয়ালি হচ্ছে।শনিবারের বৈঠকও ভার্চ্যুয়ালি হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।জানা গেছে, শনিবারের বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিকেল ৫টায় শুরু হয়ে দু’ঘণ্টাব্যাপী এ বৈঠক চলার কথা রয়েছে।

সুত্র জানায়, সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বিএনপিকে নিয়ে যেসব বক্তব্য দিয়েছেন, তা নিয়ে এ বৈঠকে আলোচনা হবে। বৈঠকের পর তাদের এসব বক্তব্যের কড়া জবাব দেওয়া হতে পারে।

বৈঠকে শেষে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং হবে কি না জানতে চাইলে শায়রুল কবির বলেন, ‘তা এখনও জানানো হয়নি। তবে ব্রিফিং না হলেও প্রেস রিলিজ দিয়ে সিদ্ধান্তগুলো জানানো হবে। ’

বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির অন্য সদস্যরা যার যার বাসা থেকে যোগ দেবেন।

আরও খবর

Sponsered content

Powered by