চট্টগ্রাম

বাঁশখালী আইনজীবী সমিতিতে সভাপতি মনিরুল ইসলাম, সম্পাদক অসীমা দেবী

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৫ , ৪:১৩:৪৭ প্রিন্ট সংস্করণ

বাঁশখালী আইনজীবী সমিতিতে সভাপতি মনিরুল ইসলাম, সম্পাদক অসীমা দেবী

উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চট্টগ্রামের বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মনিরুল আলম চৌধুরী বাবুল এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট অসীমা দেবী বিজয়ী হয়েছেন।

রবিবার সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলে। এ সময় আইনজীবীরা স্বতস্ফুর্ততায় ভোট প্রদান করেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আবছার। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী ও অ্যাডভোকেট তাপস কান্তি সুশীল।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন মাতব্বর নূরী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস উদ্দিন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি অ্যাডভোকেট লিংকন তালুকদার এবং সদস্য পদে অ্যাডভোকেট সাজ্জাদ হোসাইন, অ্যাডভোকেট এইচএম হেলাল উদ্দিন, অ্যডভোকেট এম. সাইফুদ্দিন ও অ্যাডভোকেট সুমি ধর।

আরও খবর

Sponsered content