বিনোদন

বাপ্পা মজুমদারের ‘হে পাথর’

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২১ , ৭:২৩:৫৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

দীর্ঘদিন পর শ্রোতাদের নতুন গান উপহার দিলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। গানের শিরোনাম ‘হে পাথর’। এর কথা লিখেছেন মহসীন মেহেদী। সুর-সংগীত করেছেন শিল্পী নিজেই। শুধু তাই নয়, এর ভিডিওতেও হাজির হয়েছেন বাপ্পা।

গানটি প্রকাশের আগে ফেসবুকে একটি বাক্য ঘুরপাক খাচ্ছিল। যেখানে লেখা, ‘নিকুচি করি আমি’। প্রায় কাছাকাছি সময়ে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, শফিক তুহিন, ন্যানসি, জয় শাহরিয়ার, রাফা, গীতিকার শাহান কাবন্ধ, মহসীন মেহেদীসহ আরও অনেকেই লাইনটি শেয়ার করেন। লাইনটি নিয়ে অনেকের মনে কৌতূহলের সৃষ্টি হয়।

গতকাল রোববার সন্ধ্যা ৭টায় বাপ্পার ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে ‘হে পাথর’ গানটি প্রকাশ হয়। গানেরই একটি লাইন ‘নিকুচি করি আমি’। তখনই খোলাসা হয় পোস্টের কারণ।

গানটি প্রসঙ্গে গীতিকার জানান, পৃথিবীতে চলমান নানান ইস্যু-সংঘাত, ধর্ম, শক্তি প্রভৃতি বিষয়কে গানটির মাধ্যমে তুলে ধরা হয়েছে।

‘হে পাথর’ রেকর্ডিং হয়েছে বাপ্পার বিএমজ ওয়ার্ক স্টেশনে। আর এর ভিডিও তৈরি করেছেন বিনি ইয়ামিন সিয়াম ও তার দল।

বাপ্পা মজুমদার বলেন, ‘কথার সঙ্গে মিল রেখে গানটির সুর ও সংগীত করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে।’

Powered by