চট্টগ্রাম

বাঁশখালী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গফুরসহ গ্রেফতার ৩

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৪ , ২:৫৬:১৮ প্রিন্ট সংস্করণ

বাঁশখালী উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক গফুরসহ গ্রেফতার ৩

বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত ১২ টার দিকে বাঁশখালী পৌর সদরের মিয়ারবাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একইদিন রাতে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদ হোসাইন কে পৌরসভা এলাকা হতে ও আরিফ উল্লাহ্ চৌধুরীকে সাধনপুর এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘রবিবার রাতে স্থানীয় লোকজন হেলমেট পড়া অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরকে মিয়ারবাজারে অবস্থান করছেন মর্মে সংবাদ দিলে বাঁশখালী থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। একই সাথে হামিদ হোসাইন ও আরিফ নামে আরো দুইজনকে তদন্তেপ্রাপ্ত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (২১ অক্টোবর) আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়।

এদিকে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের গ্রেফতারের খবরে বাঁশখালী আওয়ামীতে গ্রেফতার আতংক ছড়িয়ে পড়ে। গ্রেপ্তার এড়াতে অনেকে রয়েছেন আত্মগোপনে। এর আগে গত বৃহস্পতিবার সাবেক মেয়র তোফাইল বিন হোছাইনের দুই সহযোগী শাহনুর মোহাম্মদ ইলিয়াস ও মিনারুল ইসলামকে গ্রেফতার করেছিল থানা পুলিশ।

আরও খবর

Sponsered content