দেশজুড়ে

বাঁশখালী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থীর ভোট বর্জন

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২২ , ৫:২৭:৫৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে বিভিন্ন অভিযোগ এনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী কামরুল ইসলাম হোসাইনী।

রবিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় পৌরসভা কার্যালয়ের মাঠে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

এ সময় কামরুল ইসলাম হোসাইনী বলেন, ‘আমি বাঁশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে একজন প্রার্থী। সকাল সাড়ে ৮টায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখতে পাই- আমার নির্বাচনী এজেন্টদের বের করে দিয়ে ইভিএম মেশিন চেপে নৌকার পক্ষে প্রকাশ্যে ভোট দিচ্ছেন। কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। আমার ভোটারদের ভোট দিতে বাধা দেয়া হচ্ছে। আমি বিভিন্ন জায়গায় নালিশ করেও কোনো প্রতিকার পাচ্ছি না। তাই আমি এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম।

আরও খবর

Sponsered content

Powered by