
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে দুই প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মনোনীত প্রার্থী মুহাম্মদ মুসা এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী কফিল উদ্দীন চৌধুরী চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করেন।
১০ দলীয় জোটের একটি দায়িত্বশীল সূত্র জানায়, জোটগত রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবেই জোটের মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে সংশ্লিষ্ট প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ বলেন, ‘নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের সব কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং একই দিনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।’
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, সুন্নী জোট, এলডিপি, বাংলাদেশ মুসলিম লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৯ জন মনোনয়নপত্র জমা দেন। প্রার্থিতা প্রত্যাহারের পর বর্তমানে এ আসনে চূড়ান্ত প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার (২১ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। এরপর ২২ জানুয়ারি থেকে মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৯৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৩৮ জন, নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৮৯১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।