দেশজুড়ে

বাউফলে নারীর মরদেহ উদ্ধার 

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৫ , ৭:১৭:০৭ প্রিন্ট সংস্করণ

বাউফলে নারীর মরদেহ উদ্ধার 

পটুয়াখালীর বাউফলে এক বিধবা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর শৌলা গ্রামের নিজ বাড়ি লাশটি উদ্ধার করা হয়।

মৃত পিয়ারা বেগম (৫৫) ওই গ্রামের মাতুব্বর বাড়ির মৃত হাসেম মাতুব্বরের মেয়ে।

জানা যায়, কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে বাবার বাড়িতে একাই থাকতেন পিয়ারা বেগম। তার দুই ছেলে ও এক মেয়ে সবাই পরিবার নিয়ে পৃথক স্থানে বসবাস করেন।

মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাকে ডাক দিয়ে সাড়া না পেয়ে ঘরের দরজার ফাঁকা দিয়ে ভেতরে ঝুলন্ত অবস্থায় পিয়ারা বেগমের লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।

বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, পিয়ারা বেগমের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।

আরও খবর

Sponsered content