প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:০০:৪২ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর বাউফল উপজেলার মার্কেন্টাইল ব্যাংক (পিএলসি) কালাইয়া শাখার উদ্যোগে ০৫ ফেব্রুয়ারি বুধবার অসহায় দুঃস্হ ও স্থানীয় নুরানী ও হাফেজি মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটি লিমিটেডের চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলমের সৌজন্যে আজ বেলা ১১ টার দিকে কালাইয়া ধান হাট এলাকায় ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কালাইয়া শাখার ব্যবস্থাপক মো. আল মামুন, কর্মকর্তা মো. নাজমুল হক ও মো. ইমাম হোসেন প্রমুখ।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি কালাইয়া শাখার ব্যবস্থাপক মো. আল মামুন বলেন প্রতি বছরের মতো এ বছর আমরা কম্বল বিতরণ করেছি। আমরা অসহায় দুঃস্হ ও স্থানীয় নুরানী ও হাফেজি মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে ৩০০কম্বল বিতরণ করেছি।