দেশজুড়ে

বাউফলে  সুজন হত্যার বিচার ও ফাঁসির দাবীতে  মানববন্ধন 

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৫ , ৫:৪২:২১ প্রিন্ট সংস্করণ

বাউফলে  সুজন হত্যার বিচার ও ফাঁসির দাবীতে  মানববন্ধন 

পটুয়াখালী বাউফলের কনকদিয়া গ্রামের অটো চালক সুজন হাওলাদারকে দিনের আলোতে কুপিয়ে হত্যার সাথে জড়িতদের দ্রত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসির দাবীতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার শাপলাখালী সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে বক্তব্য রাখেন, পীরজাদা মশিউর রহমান, স্থানীয় বাসিন্দা  আবদুর রহমান মোল্লা, বাবা নবী আলী হাওলাদার, নিহতের স্ত্রী ফাহিমা বেগম ও শিশু পুত্র আরিয়ান  হাওলাদার।

উল্লেখ্য গত ২৩ জানুয়ারি বিকালে চাহিদাকৃত ৫ হাজার টাকা না পাওয়ায় শাপলাখালী ব্রিজের ঢালে বিদেশী চাকু দিয়ে আঘাত করে সুজনকে হত্যা করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মূনইমুল ইসলাম মিরাজ, মুরসালিন ও আপেল মাহমুদ সহ বেশকিছু ছাত্রদল কর্মী। বক্তারা বলেন সুজন একটি নিরীহ ছেলে ছিল। সে গরীব। নিজের জায়গা না থাকায় সে খাস জমির উপর ছোট একটি ছুপরি ঘরে পরিবার নিয়ে থাকত। কেন এই অসহায় ছেলেটিকে পাষণ্ডরা নির্মমভাবে 

হত্যা করেছে এর দ্রুত বিচার ও খুনীদের ফাঁসি কার্যকর করার জন‍্য প্রশাসনের প্রতি দাবি জানান এলাকাবাসী।  ওই ঘটনায় এজাহার ভুক্ত ২০ আসামীর মধ্যে ১৩ ও ১৪ নম্বর আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় বাউফল থানা পুলিশ।  

আরও খবর

Sponsered content