রাজশাহী

বাগাতিপাড়ায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  প্রতিনিধি ২ মে ২০২৩ , ৬:০৫:০৩ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের অপরাধে দুই প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (০২ মে) সকালে নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপজেলার দয়ারামপুর বাজারে অভিযান পরিচালনা করে ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করে তা আদায় করে। ওই অভিযানে নেতৃত্ব দেয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার দয়ারামপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। তাতে ওই বাজারের রাইসা ফার্মেসীর স্বত্তাধীকারী রেজাউল করিমকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ২ হাজার টাকা এবং একই বাজার এলাকায় অবস্থিত রহমানিয়া হোটেলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান সুজনকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের অপরাধে ৮ হাজার টাকাসহ সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়। পরে সেখানে জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানকালে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by