রাজশাহী

বাগাতিপাড়ায় ইভিএম এ নমুনা ভোট অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২২ , ৪:২১:২৭ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপনির্বাচন ২৯ ডিসেম্বর। সেজন্য উপজেলার তমালতলা আদর্শ বালিকা বিদ্যালয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নমুনা ভোট অনুষ্ঠিত হয়েছে। ওই ভোটকেন্দ্রে সোমবার সকালে সাধারণ ভোটাররা ইভিএমে ভোট দিতে প্রশিক্ষণ নেয়। নির্বাচন কার্যালয় স‚ত্রে জানা গেছে, বাগাতিপাড়ায় ইভিএমে এই প্রথম ইউনিয়ন পরিষদের কোন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পদ্ধতিতে ভোট দেওয়ার বিষয়ে কারো ধারণা না থাকায় এ বিষয়ে ধারণা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের আয়োজনে ২৬ ও ২৭ ডিসেম্বর এ ভোট কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। নমুনা ভোট দিতে আসা চকহরিরামপুর গ্রামের কামরুল ইসলাম বলেন, ইভিএমে ভোট কিভাবে দিতে হয় তা জানতাম না। এই ভোট দিয়ে শিখলাম। বাগাতিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, ২৬ ও ২৭ ডিসেম্বর দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে চলেবে এই নমুনা ভোট। সাধারণ ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা না থাকায় এ ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

আরও খবর

Sponsered content