রাজশাহী

বাগাতিপাড়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:১৩:৫৬ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া(নাটোর) প্রতিনিধি :

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলা কৃষি সপ্ম্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক শোভা যাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসেই শেষ হয়। পরে উপজেলা চত্তরে অনুষ্ঠিত মেলার মাঠে ফিতা কাটার মাধ্যমে ওই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, উপজেলা নির্বাচন কর্মকতা আব্দুল মজিদ প্রমূখ। এসময় অতিথিরা মেলায় অংশ নেয়া সকল স্টল পরিদর্শন করেন এবং মেলায় সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংকের সৌজন্যে উপজেলার ৬ জন কৃষকের মাঝে চার শতাংশ মুনাফা হারে ৫ লক্ষ বিশ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by